MCC এর আহহ্বায়ক ২০১২-২০১৩ ইং অর্থ বছরের কর্ম পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে মর্মে সভাকে অবহিত করেন। অক্টোবর-ডিসেম্বর ২০১২ তৈমাসিকে এই সেলের আওতায় পৌরকর আদায়ের জন্য প্রতিটি ওয়ার্ডে মসজিদে মসজিদে লিফলেট বিতরন করা হয়েছে। শতাধিক নারী পুরষের সমন্বয়ে আলোচনা সভায় জেন্ডার কমিটির চেয়ারপারশোন নারীদের উন্নয়নে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিতে আগামি ০৮ মার্চ বিশ্ব নারী দ্বিবস পালনের জন্য নারীদের উপস্থিত থাকতে অনুরোধ করেন।