Kakonhat

বিস্তারিত

শিরোনাম
:
কাঁকনহাট পৌরসভার ২০২২-২০২৩ ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
বিস্তারিত
:
মাননীয় মেয়র মহোদয়ের বানীঃ
বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় পৌরবাসী
আসসালামু আলাইকুম।
কাঁকনহাট পৌরসভার ২০২২-২০২৩ ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করতে  পেরে আমি আল্লাহর  দরবারে লাখো  শুকরিয়া আদায় এবং গর্ববোধ করছি।  মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় সকলের আন্তারিক সহযোগিতায় আপনাদের প্রানপ্রিয় এই কাকনহাট পৌরসভা বর্তমানে “ক” শ্রেনীর পৌরসভা। আমি মেয়র নির্বাচিত হওয়ার পর কাঁকনহাট পৌরসভার এটা ১৯ তম বাজেট। প্রনীত বাজেটের বিভিন্ন খাতে অত্র পৌরসভার যে, আয় ও ব্যায় দেখানো হয়েছে তা  অত্যন্ত বাস্তব সম্মত এবং যুক্তি সঙ্গত। গুরত্বপূর্ন অবকাঠামো উন্নয়ন প্রকপ্লের আওতায় রাস্তা ও ড্রেন নির্মান করা হয়েছে। দেশের নগরায়ন এবং বাস্তবায়নের পৌলসভা স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।


আমরা নর্ববর্ষে পদার্পন করেছি এবং সামনে ঈদ-উল-আযহা আসন্ন। আমি পৌর পরিষদের পক্ষ থেকে কাঁকনহাট পৌর বাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। পৌরসভা বাংলাদেশের নগর ভিত্তিক স্থানীয় সরকার প্রতিষ্ঠান। নাগরিক জীবনে সুখ-স্বাচ্চন্দ বিধানের জন্য পৌরভার ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ন। কাঁকনহাট পৌরসভাকে আধুনিক নগর হিসাবে গড়ে তোলার জন্য বিগত সময়ে পৌর বাসির যে, সাহায্য সহযোগিতা,পরামর্শ পেয়েছি তার জন্য পৌরবাসির প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাঁকনহাট পৌরসভার পৌর পরিষদের সম্মানিত কাউন্সিলর গণ ও কর্মকর্তা/কর্মচারীদের আন্তরিক সহযোগিতা অব্যহত থাকায় তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। কাঁকনহাট পৌরসভার চলমান পরিষোদের দ্বিতীয় বাজেট  ঘোষনা করতে পেরে আমি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এই বাজেট আমার পৌর এলকার উন্নয়নের বিবরণের পাশাপাশি আগামী অর্থ বছরের জন্য মোট=১৬,০১,৪৮,৬৩৪/=(ষোল কোটি এক লক্ষ আট চল্লিশ হাজার ছয় শত চৌত্রিশ টাকার বাজেট ঘোষনা করছি।

আমি আশাকরি ২০২২-২০২৩ ইং অর্থ বছরের বাজেটটি কাঁকনহাট পৌরবাসীর জীবনে বয়ে আনবে এক অনাবিল সুখ,শান্তি ও  সমৃদ্ধি।

আপনারা সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন মহান আল্লাহর নিকট এ প্রার্থনা করি।

আল্লাহ হাফেজ। জয় বাংলা।












 

চিত্র
:
 

Designed & Developed by MCC Ltd.
 
© 2023 কাঁকনহাট পৌরসভা