Kakonhat

বিস্তারিত

শিরোনাম
:
জেন্ডার এ্যাকশান প্লান ও এর বাস্তবায়ন অবিহিত করন সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে অত্র পৌরসভা।
বিস্তারিত
:
জেন্ডার এ্যাকশান প্লান ও এর বাস্তবায়ন অবহিত করন সভা অদ্য ০৮/০৯/২০১৩ ইং রোজ রবিবার সকাল ০৯ ঘটিকা হইতে স্থান কাঁকনহাট পৌরসভার সভা কক্ষে অবিহিত করন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অবহিত করন সভায় সভাপতিত্ব করেন অত্র পৌরসভার সম্মানিত মেয়র জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ। উক্ত মত বিনিময় সভায় আংশগ্রহন কারী হিসাবে উপস্থিত ছিলেন পৌরপরিষদ, পৌরসভার কর্মকর্তা/কর্মচারী ও অত্র এলাকার বিভিন্ন পেশার সুধী সমাজ। অবিতিহ করন সভাটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বঃ পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে অত্র অবিহিত করন সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র পৌরসভার সচিব জনাব মোঃ রবিউল ইসলাম।
দ্বিতীয় পর্বঃ স্বাগত বক্তব্য দেন জনাব মোঃ নোমান পারভেজ সহকারী প্রকৌশলী অত্র পৌরসভা।
অবিহিত করন সভার উদ্দেশ্য বর্ননা করেন RC(GICD)/RTIC(GIZ).UGIIP-2 জনাব অখিল রঞ্জন বিশ্বাস।
নারী উন্নিয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন জবাব বাবুল হোসেন উপ-সহকারী প্রকৌশলী অত্র পৌরসভা।
জেন্ডার এ্যাকশান প্লান আলোচনা করেন দ্বায়িত্ব প্রাপ্ত কমিউনিটি ফ্যাসিলিটেটর জনাব মোঃ আশরাফূল হক।
আকার গঠন ও কর্ম পরিধি  সম্পর্কে আলোচনা করেন জেন্ডার কমিটির সভাপতি জনাবা মোসাঃ হোসনেয়ারা আক্তার কাউন্সিলর সংরক্ষিত অসন।

মেয়র মহোদয় সকলকে তাদের নিজ নিজ দ্বায়িত্ব সম্পর্কে সঠিক ভাবে পালনের জন্য অবিহিত করেন এবং উপস্থিত সকলের সু-স্বাস্থ্য কামনা ও সকলকে ধন্যবাদ দিয়ে এই সভার সমাপ্তি ঘোষনা করেন


চিত্র
:
 

Designed & Developed by MCC Ltd.
 
© 2024 কাঁকনহাট পৌরসভা