গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রনালয়,স্থানীয় সরকার বিভাগ,জন্ম ও মৃত্য নিবন্ধন প্রকল্প,পরিবহন পুল ভবন (কক্ষ নং-৯০৮-৯) সচিবালয় লিন রোড,ঢাকা-১০০০ এর গত ০৩-০৯-২০১২ ইং তারিখের স্থাসবি/জমৃনব্যী/প্র প কা/ বি আর আই এস-১১/২০১২-৩৯৪ নং স্বারক পত্রের নির্দেশনা অনুযায়ী কাঁকনহাট পৌরসভার ৩০ জুন ২০১৩ ইং এর মধ্যে ১০০% জন্ম নিবন্ধনের কাজ অনলাইনে সমাপ্ত করা হয়েছে। এবং ০৩ জুলাই ২০১৩ ইং তারিখে কাঁকনহাট পৌরসভায় জতীয় জন্ম নিবন্ধন দ্বিবস উজ্জাপন করা হয়েছে।