Kakonhat
  1. কাঁকনহাটের ইতিবৃত্ত

অবস্থান: বরেন্দ্র অঞ্চল বা বর্তমান রাজশাহী জেলার মধ্যবর্তি স্থানে অবস্থিত ৷ কর্কট ক্রান্তি রেখা এ স্থানের সামান দক্ষিণ দিয়ে চলে গেছে৷ ৯০ ডিগ্রী পূর্ব গোলার্ধের ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত বিধায় ৮৮ ডিগ্রী ও ৮৯ ডিগ্রী দ্রাঘিমাংশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এ স্থান ও পূর্ব গোলার্ধের প্রায় মাঝামাঝি স্থানে অবস্থিত ৷ কাঁকনহাট পৌরসভা এই বরেন্দ্র অঞ্চলেই অবস্থিত ৷

নামকরণ : বরেন্দ্র শব্দের সরল ও ব্যাকরন গত অর্থ হচ্ছে দেবরাজইন্দ্রের বরে ( বর+ইন্দ্র) অর্থাত্‍ অনুগ্রহ , কল্যান, ও আশির্বাদে সৃষ্টিঅর্থাত্‍ ইন্দ্রের করুনা, অনুগ্রহ বা আশির্বাদ প্রাপ্ত দেশ৷ কাকনহাটেরপূর্ব নাম ছিল খেতুর রোড৷ কাকনহাটে মেয়েদের হাতের কাকন প্রচুর মাত্রায়বিক্রি হতো বলে ধীরেধীওে এটি কাকনহাট নামে পরিচিতি লাভ করে৷

প্রার্কতিক বিবরন: কাকনহাট তথা বরেন্দ্র অঞ্চল গ্রীষ্ম মন্ডলীয়মৌসুমী এলাকায় অবস্থিত ৷ এ অঞ্চলের জলবায়ু প্রধানত উষ্ণ ও মোটামুটি ভালো ৷ আবহাওয়ার সবচেয়ে চরম ভাবাপন্ন এলাকাগুলির মধ্যে এ এলাকার বেশ কিছুস্থান পড়ে ৷ গাগ্ঙো ব-দ্বীপ অঞ্চলের প্রায় শীর্ষস্থানে অবস্থিত সমুদ্রথেকে এ স্থানের দক্ষিনাঞ্চলের দুরত্ব দুই থেকে তিনশত মাইল উত্তরে এবং হিমালয় পর্বত থেকে এ অঞ্চলের মধ্যভাগ দক্ষিনে প্রায় সমদুরত্বে অবস্থিত ৷

বরেন্দ্র অঞ্চলের নদনদী : ভূতত্ব বিদদের ধারণা যে, আনুমানিক বিশ থেকেবাইশ কোটি বত্‍সর আগে এ অঞ্চলটি সমুদ্র গর্ভে নিমজ্জিত ছিল৷ হিমালয়ের পলিজমে সত্মরেসত্মরে গড়ে উঠেছে এ ভু-খন্ড৷ আর আজও তাকে লালন করে চলেছে এইনদীগুলি৷ বরেন্দ্র অঞ্চল মোটামুটি ভাবে পূর্বে করোতোয়া এবং পশ্চিমেমহানন্দা নদীদ্বারা বেষ্টিত৷ পূনর্ভবা , আত্রাই ও ছোট যমুনা বরেন্দ্রঅঞ্চলকে চারটি অংশে বিভক্ত করেছে৷

বরেন্দ্র অঞ্চলের প্রাণী ও উদ্ভিদ: মেলসনের মতে (১৯২৩) বরেন্দ্র অঞ্চলজঞ্জলে পরিপূর্ন ছিল যেখানে মোঘল এবং বৃটিশরা বিভিন্ন ধরনের প্রাণী শিকারকরত৷ বর্তমানে বনগুলি উজার হয়ে গেছে এবং সাথেসাথে এখান থেকে অনেক প্রাণীবিলুপ্ত হয়ে গেছে৷ এককালে এখানে বাঘ, হরিণ , বন্যমহিষ, শুকর থেকে শুরু করেপ্রচুর বন্য প্রণী বাস করত৷ \" বাংলার শিকার প্রাণী\" বইটিতে এ অঞ্চলের বন্যপ্রাণীদের মধ্যে খরগোশ, গুইসাপ ও বিভিন্ন ধরনের পাখির উল্লেখ আছে৷

ভাষা: ভাষাতত্তের ও লিপিতত্তের দিকদিয়ে বরেন্দ্র ভ্থমি বাংলা ভাষা ও বাংলা লিপির আদিনীড় রূপে চিহ্নিত হওয়ার দাবীদার৷


 

Designed & Developed by MCC Ltd.
 
© 2024 কাঁকনহাট পৌরসভা