Kakonhat
০১. অফিস আদেশ ২৮.০৮.২০২৪ খ্রি.।
কাঁকনহাট পৌরসভা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় রাজশাহী শহর হতে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে আবস্থিত যাহা ২০০২ খ্রিঃ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে "ক" শ্র্রেনী ভুক্ত। অত্র পৌরসভাটি ০৯ টি ওয়ার্ড ও ১১ টি মৌজা নিয়ে গঠিত এবং এটির আয়তন ২০.০৫ বর্গ কিলোমিটার। পৌরসভাটি বরেন্দ্র অঞ্চলে অবস্হিত এবং এর সাথে ঢাকা সহ অন্যান্য অঞ্চলের সড়ক ও রেল পথের যোগাযোগ ব্যবস্থা বেশ ভাল। এটি আদিবাসি অধ্যুষিত এলাকা  এর বর্তমান জনসংখ্যা  ১৮,৫১৫ জন। কাঁকনহাট পৌর এলকায় একটি বিড়াট হাট,একটি রেলষ্টেশন,একাট বাসষ্টান্ড, সরকারী অফিস, কিছু ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান আছে। এছাড়া পৌর এলাকায় মোট ১০ টি  প্রাথমিক বিদ্যালয়, তিনটি উচ্চ বিদ্যালয়,একাট ডিগ্রী কলেজ,দুইটি মাদ্রাসা, একটি পাবলিক  লাইব্রেরী, একটি মিলনায়তন, একটি পুলিশ ষ্টেশন, ৩১ টি মসজিদ, ০২ টি মন্দির ০৭ টি ঈদগাহ ও গির্জা আছে। পৌর এলাকার মধ্য দিয়ে সবুজ গাছপালা পরিবেষ্টিত প্রবাহমান তিনাটি খাল সৌন্দর্য বৃদ্ধি করছে। কাঁকনহাট পৌরসভার আয়গড় মাথা পিছু গড় আয় ৯০০০/= টাকা মাত্র।

 
 

Designed & Developed by MCC Ltd.
 
© 2024 কাঁকনহাট পৌরসভা